স্বপ্ন কি চায়! বলতে কি পারো কেউ!
কেন আসে যায়, স্বপ্ন সবার কাছে!
আমরা কি চাই, অনেক অনেক স্বপ্ন!
চাই বা না চাই, প্রশ্ন মাথায় নাচে|


মাথায় আসেই স্বপ্ন, প্রায় প্রতিদিন
স্বপ্নই আনে অনেক আশাও কাছে
জীবন কি নয়, বিশেষ আশার মধ্যে!
বিশেষ বিশেষ আশায়, সবাই বাঁচে|


স্বপ্ন নিয়েই, আমরা থাকতে চাই
আশার উৎস স্বপ্ন, সকলে জানে
স্বপ্ন কি চায়, সেটাই জানার ইচ্ছে
স্বপ্নের দোল, লাগেও সকল প্রাণে!


স্বপ্ন কি চায়, কি হবেই তাই জেনে!
স্বপ্ন কি হয়, মানুষের সহকারী!
স্বপ্ন মন্দ, হতেও তো পারে ভালো
বলাও যায় কি, স্বপ্ন হালকা ভারী!


কি করেই হয় তৈরী স্বপ্ন! জানা নেই
নিমীলিত চোখে, স্বপ্ন সব অনন্য
প্রতীক্ষা নেই, তবু স্বপ্নের আগমন
গড়ে অভাবিত, স্বপ্নের অরণ্য|


না এলে স্বপ্ন, কি হ্রাস হতই, বলোতো!
তোমার মতে কি, হয়ে যাবে এটা ক্ষতি!
এসব ভাবনা, নেহাৎ শুধুই ভাবনা
মেনে কি নিইনি, স্বপ্নই হলো গতি!

বিবাহিত হলে, যুগল স্বপ্ন চাওয়াতে
একলা যখন, তখন কি নেই স্বপ্ন!
নীদ্রার কোলে, স্বপ্নের ছড়াছড়ি
স্বপ্ন আদরে, সব ঘরে ঘরে রত্ন|


স্বপ্ন কি চায়, জানাও যাবে না, জানি
বিপাকে ফেলতে পারেও স্বপ্ন, মানি
স্বপ্নের স্থান শুধু স্বপ্নেই, নয় কি!
স্বপ্নকে নিয়ে, অবিরত কানাকানি|