কাজ কমে গেছে| লিখতে হয় না চিঠি
কিনতে হয় না  পোস্টকার্ড একটাও
অপেক্ষা নেই কখন আসবে চিঠি!
খবর এখন হয় না যে উধাও|


কাজ কমে গেছে| সময় হয় না বেশী
অপেক্ষা নেই, তাও তো সময় কম
সময় যাচ্ছে নষ্ট কাজের মধ্যে
না চাইতেই বৃষ্টিও ঝমঝম|


কাজ কমে গেছে| মোবাইল ফোন সব্বার
বেড়ে বেড়ে কথা হয়ে গেছে কারবার
সকলে বলছে, কথার হয় না শেষ
বলছেও এক কথাই যে বারবার|


কাজ কমে গেছে| মানুষ হয়েছে নিশ্চল
আজ কাজ সব বসে বসে হয়ে যায়
পদমর্যাদা মোবাইল হাতে নিয়ে
সবাই চাইছে অন্যই নিক দায়|


কাজ কমে গেছে| চারিদিক শুধু ঝলমল
ঘরের বাহিরে মন চায় খেলা করতে
অনলাইনে খাবার আসছে বাইকে
দরকার সব মিটছেই টাকাতে|


কাজ কমে গেছে| কত আর যাবে কমে!
বই পড়া নেই, নেই সেলাই এর চিন্তা
রান্নাঘরটা চাকচিক করে সাজানো
সেই দম্ভেই চলেও যাচ্ছে দিনটা|


কাজ কমে গেছে| মানুষ হয়েছে অনুষ্ণ
আধুনিকতার এটাই নয় কি পরিচয়!
আয়ুর বৃদ্ধি এনেও দিচ্ছে সন্তোষ
কর্মও নেই তাই আজ চিন্তায়|