মানুষের প্রেমে, কার অধিকার!
যে জানে ভালবাসতেই,তার
অপাত্রে প্রেম, দান করে করে
প্রেম ভালবাসা, হয় ছারখার|


কোথায় যে আছে, প্রেমের পাত্র!
ভুল বুঝে বুঝে, দিন চলে যায়
ভালবাসা, হয়ে ওঠে অহিষ্ণু
মন ডুবে যায়, আরও তৃষ্ণায়|


প্রেম দান হলো, প্রেমের মন্ত্র
স্থায়ী নয়, এই মন্ত্রের ধারা
দাতা ও গ্রহীতা, দুটি স্বত্বাকে
এই যে মন্ত্র, করে যায় তাড়া|


জন্মগত কি, প্রেম অধিকার!
কার উপর চলে, এই অধিকার!
সাধারণ ভাবে, জবাবই নেই
চলতেই থাকে, প্রেম কারবার|


একপেশে হয়ে, চলেও না প্রেম
দুই তরফের, সম্মতি চাই
গন্ডগোলের, এই তো সূত্র
প্রেম দান করে, উপেক্ষা পাই|


প্রেম বিতরণ, অতি সহজেই
পাওয়া যে জটিল, সকলেই জানে
ভাগ্যবানের, শিরে আসে প্রেম
বাকীরা, নকল প্রেমের বাগানে|


প্রেম, ভালবাসা আর অভিসার
প্রতি হৃদয়ের গুড় অভিলাষ
মানুষ করবে পাওয়ার চেষ্টা
এতে অন্যায়, হবে না তো দাস|


নিখাদ প্রেমের, বড়ই অভাব
কলুষিত প্রেম, আসে মুফতেই
প্রেম নিয়ে, মারামারি কাটাকাটি
চলছে, চলবে এই জগতেই|


পশু পক্ষীর, প্রেম দেখা যায়
জানি না, সে সব নিখাদ কি নয়!
ডুব দিতে চাই, প্রেমের গভীরে
দুর্লভ প্রেম, ধরা নাহি দেয়|