ধ্বনিগুলো দিয়ে, এঁকেছি চিত্র
দৃষ্টির দল, রেখেছি স্বপ্নে
সুর ধরে ধরে, মালা গড়ে গড়ে
ভরেছি ঝুলিতে, অনেক যত্নে|


তুমি আসবে যে! তাই তো এ সাজ
পরিকল্পনা ঘুরছে এ মনে
যা পেরেছি, করে নিতে সঞ্চয়
তা লাগাই কাজে, আমি আনমনে|


তোমাকে, খুশীর আসনে বসাব
এই কামনায়, যাচ্ছি হারিয়ে
সব কর্মকে, করছি শুদ্ধ
শুধু ভালবাসা, দিয়ে ধুয়ে ধুয়ে|


পাত্রে পাত্রে, ভরেছি আদর
তোমার ক্ষুধাও, মেটাতে যে হবে
ফেলছি না, এক ফোঁটাও অশ্রু
তা দিয়ে তোমার, তৃষ্ণা মিটবে|


আমার ক্ষুদ্র, এই আয়োজন
ভাবনায় নেই, অভাবের স্থান
তোমাকে তো জানি, তাই বিশ্বাস
এই আয়োজনে, খুঁজে পাবে মান|


কবে যে আসবে! সেটাই জানিনা
প্রতীক্ষাতেই, পেয়ে যাই সুখ
আমার ছোট্ট, কুটিরের মাঝে
কল্পনাজুড়ে, তোমারই মুখ|