কি করে জানব, জীবনের কি যে মানে!
এখন যা ভাবি, পরে মনে হয় ভুল
দৃঢ় আকাঙ্খা, তাই মন চায় জানতে
কিছুতেই খুঁজে, পাই না তো কোনো কূল|


জীবনের মানে, আদৌ আছে কি! ভাবি তাই
দূর হবে না কি, আমার এ সংশয়!
অনেক লিখন, পড়েও পাই নি তথ্য
জীবনের মানে, খুঁজতে থাকা কি অপচয়!


সাত লাখ কোটি, মানুষ নিচ্ছে শ্বাস
এই শ্বাস, থেমে যাবে সকলের কোনোদিন
তাই কি খোঁজেনি, জীবনের কেউ মানে!
কেন যে হয়না, আমার খোঁজাও ক্ষীণ!


সাময়িক হয়ে, জীবনের দাম কমেনি
ইচ্ছামতন, দিয়েছি সংজ্ঞা জীবনের
সবাই মানছি, এই সংজ্ঞাকে, নয় কি!
তপন পাচ্ছি,, আর কি ভাবব তপনের!


এই জীবনের, যত উদ্বেগ সুখ নিয়ে
যদিও ভুগছি, সবাই কিছুই অসুখে
জীবনের মানে, অস্পষ্ট এবং নিগূঢ়
অন্বেষণের চাপ, কেন নেওয়া এই বুকে!
  
যদি ধরে নিই, জীবনের আছে মানে
মরণের সাথে, এ মানে কি হয় শেষ!
নাকি এই মানে, দীর্ঘকালের মেয়াদে!
কতদিন থেকে যায়, এ মানের রেশ!


জীবনের মানে নেই, কি করেই মানব!
খুঁজে পাচ্ছি না, কারণ অভাবে বুদ্ধি
জীবনের মানে, অজ্ঞাত হয়ে থাকবে
এটাই তো হয়, সহজেই উপলব্ধি|


জীবনের মানে, নিশ্চয়ই আছে জীবনে
এটা তো আমার, দৃঢ় বিশ্বাস মননে
কেউ যদি জানো, জানাও না ভাই আমাকে
রাখব তোমাকে, চিরশ্রদ্ধার আসনে|