অক্ষরগুলো যুক্ত করার
কি যে ছিল প্রয়োজন!
যুক্ত না করে, বোঝা কি যেত না
শব্দগুলোর কি ধরন!


বাক্স না বলে, বললে বাকসো
আপত্তি, কারো হত কি!
মনে তো হয় না, হত আপত্তি
যুক্তাক্ষরেও কাজ কি!


যুক্তাক্ষর, আছে প্রয়োজন
কোনো কোনো জায়গায়|
'রত্ন' কিংবা 'সঙ্গ' শব্দে
এই প্রয়োজন ছাড়া যায়|


যুক্তাক্ষর তিন অক্ষরে
হলেই, হবে তো মুশকিল
এমন সময় যুক্তাক্ষর
করে লেখাতেও কিলবিল|


যখন শব্দে ক, খ, ও ষ
কি করে আলাদা লিখবে!
'রত্ন' লিখতে লিখতেই পারো
'রতনো', এটা তো মানবে!


যুক্তাক্ষর নয় সাধারণ
শেখা ও লেখায় কষ্ট
শিখলে তো সব সহজই হয়
তা না হলে নয় স্পষ্ট|


সকলেই শিখে যায় যুক্তাক্ষর
লেখেও সকলে সহজে
যুক্তাক্ষর হারিয়ে যাবে না
থাকবে ভাষার সাজে|


ভাষাবিদ আমি কখনই নই
যা যা মনে হলো, লিখলাম
এমন ভাবনা পাপ তো হবে না
ভাবনাতে এনে বুঝলাম|