অগুণিত সংখ্যায়, ভালবাসা হারিয়েছে
নীরস অঙ্কে ঢুকে, পড়ে পড়ে কাঁদছে|
এক দুই তিন নিয়ে, ভালবাসা শংকায়
কি নিলে যে বাঁচবে, তাই শুধু ভাবনায়|
যখন সংখ্যা থেকে, পেয়ে যায় মুক্তি
ভালবাসা খুঁজে পায়, বাঁচবার যুক্তি|
সংখ্যার থেকে দূরে, ভালবাসা হাসছে
সেই হাসি তার সাথে, রাখতে কি পারছে!
পারছে না, পারবে না, এই কথা সত্য
হাসি আসে, হাসি যায়, সব কি নিরর্থ!
ভালবাসা করে যায়, প্রকৃতির সন্ধান
যেখানে থাকবে শুধু, নিষ্পাপ সন্মান|
বিরাট এ পৃথিবী, প্রাণ নিয়ে চঞ্চল
সব প্রাণে ভালবাসা, চায় স্থান অবিচল|
ভালবাসা স্থান পায়, পায় না যে সন্মান
ভালবাসা মরে বাঁচে, নিয়ে শুধু অভিমান|
সংখ্যা বা সাহিত্য, অর্থ বা পদার্থ
এই সবে ভালাবাসা, খোঁজে না তো অর্থ|
শ্রদ্ধা ও সন্মান, ভালবাসা চাইছে
পেয়ে গেলে, ভালবাসা তৃপ্তিতে থাকছে|  
ভালবাসা হতে চায়, শুধুই তো ভালবাসা
আর চায় তার সাথে, প্রচুর আদর ঠাসা|
দুটি মন এক হলে, ভালবাসা মারে উঁকি
এক হতে চায় তন, তাতেও থাকেনা ফাঁকি|
তন মন এক হয়ে, থাকে নাকি ভালবাসা!
থাকলেই হতো ভালো, পুরে যেত সব আশা|
ভালবাসা ধরে রাখা, ভীষণ শক্ত কাজ
একটু পুরোনো হলে, উঠে আসে শুধু ঝাঁজ|
ভালবাসা হেঁয়ালি না, প্রহেলিকা ভাবছি
অসার এ ভাবনা ধরে, কোথায় যে যাচ্ছি!
কেন ভালবাসা ঘোরে, এ মনে নিরন্তর!
ঠেলতে পারি না আমি, এই ভাবনার স্তর|
ভালবাসা কেন আছে! না থাকলে ভাল হতো
উদ্বেগ ও সংশয়, কিছুই না থাকতো|
চাই না তো ভালবাসা, আসলে এসেই যাক
চলে গেলে, যাক চলে, আর কি হব অবাক!