এত চন্দন, আজ মাখাচ্ছো
এত ফুল দিয়ে, আজ সাজাচ্ছো
এত ভালবাসা, প্রকট করছো
চিতায় শুয়েই, এখন ভাবছি...
এত দুঃখকে, জড়িয়ে ধরছো
এত অশ্রুতে, আঁচল ভরছ
এত মিনতিতে, বলেই যাচ্ছ
'ফিরে এস তুমি', হার যে মানছি |


ফিরে আসব না, এ তো তুমি জানো
সম্ভবই নয়, তাও তুমি মানো
'জীবন চক্র', তা কি মনে আনো!
আমার ভাবনা, জানাতে চাইছি...
এত যে ঘটনা, তার কি যে মানে!
এত ব্যাখ্যাও, হানা দেয় প্রাণে
এত এত, পরিকল্পনা টানে
এ ভাবে কি ভাবো! জানতে চাইছি|


কয়েক ঘন্টা, শুধু নেই আমি
হারিয়ে ফেলেছো, ভরসার ভূমি
এ মনে শংকা, এ কি সেই তুমি!
কেন যে এ সব, ভাবনা আনছি...
এত ভালবাসা, আগে যে দাওনি!
চন্দন বেটে, টিপ্ পরাও নি
ফুল দিয়ে দিয়ে, মন হাসাও নি
তাই এ ভাবনা, আনতে পারছি|


এত কেঁদে কেঁদে, নিরাশ হয়োনা
এই ক্রন্দন, জানি থাকবে না
ভালো যে থাকবে, সেটাও তো জানা
আর ভাবনার, কিছুই তো নেই...
সময় প্রায় শেষ, মৃত ভাবনার
তুমিও শ্মশানে, কতক্ষণ আর!
এখন তোমার, পুরো সংসার
বিদায় চাইছি, খোলা মনেতেই.