সংশয় যদি ভালো লাগে, তবে
খোঁজোনা, নতুন সংশয় পাবে
যার আছে, দিয়ে দেবে সহজেই
না দিলে, কি করে দল ভারী হবে!


সব বিষয়েই, আছে সংশয়
পথে বেরলেই, লাগে মনে ভয়
তা সে হাঁটাহাঁটি, কিংবা গাড়ীতে
দুর্ঘটনার, ভাবনারই জয়|


কি আহারে, এই শরীর নীরোগ!
সাবধান হয়ে, এসে যায় রোগ
রোগ উপশমে, অনেক সাধন
শেষে মতামত, হয়ে যায় যোগ|


কত রীতিনীতি এই সংসারে
অর্থবিহীন, তবু চড়ে ঘাড়ে
কেউ কি করছি প্রতিবাদ, বলো!
মনে সংশয়, ছাড়তে কি পারে!


সংশয় ঠিক, সংশয় ভুল
মনে হয়, সংশয় প্রতিকূল
সংশয়, টেনে নিয়ে আসে দ্বিধা
কি করেই হবে, সংশয় ফুল!


মুক্ত আকাশে, বিহগের তান
সংশয়হীন, হয়ে অভিযান
তাই দেখে, মনে প্রেরণার ধ্বনি
রাখতেই হবে, বিহগের মান|


সংশয় গড়ে, অকারণে বাধা
সুযোগের পথে, আসে অসুবিধা
সুবিধা হারিয়ে, মানুষ ব্যাকুল
তাও বিশ্বাসে, সংশয় বাঁধা|


যদি ভাবো, সংশয় নিরুপম
নিজ অধিকার, এতে নেই ভ্রম
এই মনে নেই, দুরভিসন্ধি
সংশয় নিয়ে, ফেলি না কদম|