মাথা ব্যাথা নেই, আকৃতি নিয়ে
সুন্দর তুমি, কিছুতেই নও
তোমার প্রকৃতি, ভাবিয়ে তুলেছে
ভিক্ষা করছি, ভালবাসা দাও|


ভিক্ষার হাত, ছড়িয়ে দিয়েছি
মনে সংশয়, জড়িয়ে ধরেছি
ভিক্ষা পাব কি-না পাব, জানি না
ভিক্ষা চেয়ে কি, ন্যায় হারিয়েছি!


সন্ধান কিছু, করিনি জীবনে
তাই করে যাই, যা আসে সামনে
তোমার সঙ্গে, হল পরিচয়
বদলেও গেল, ভাবনা কারণে|


প্রেম কি ছিল না, আমার জীবনে!
প্রেম তো থাকেই, প্রত্যেক প্রাণে
কোনো কোনো প্রাণে, খুব সচেতন
আমার হয়ত, ছিল অচেতনে!


তোমাকে দেখেই, জেগেছে এ মন
এখন হয়েছি, প্রেমে সচেতন
আমি তো খুঁজিনি, সুন্দর মুখ
তুমি হতে পারো, সুন্দর ক্ষণ|


জানি একপেশে, আমার এ চাওয়া
একি উত্তরে, বহে যাওয়া হাওয়া!
খুলেই দিয়েছি, আজ অন্তর
ভাবছো কি তুমি, 'একি সেই পাওয়া!'


সামনে দেখছি, মানুষের মুখ
কোনো মুখে নেই, পরিবর্তন
বদলাবে কেন, সব সেই এক
শুধু এই, চেতনায় আলোড়ন|


ভিক্ষা না দিলে, ভিক্ষা পাব না
ভাঙবে না লাঠি, মরবে না সাপ
একপেশে, ভালবাসা মৃত হবে
কেউ কি বলবে, ভালবাসা পাপ!