নিত্য তুমি সাজিয়ে রাখো
তোমার আলয়
আপনতালে বেঁধে রাখো
দিনের সময়
ভরিয়ে রাখো হাসি দিয়ে
শূন্য হৃদয়
থাকো তুমি আপন মনে
ভাবের খেয়ায়|


কেয়া ফুলের গন্ধে মাতো
ওই বাগিচায়
ঝোড়ো হাওয়ায় ছন্দে মাতো
ফুলের দোলায়
বৃক্ষলতার গুণগুণানি
শ্রুতির পাতায়
বন্ধ আঁখি স্বর্গ খোঁজো
তমস আভায়|


যখন ঊষায় লোহিত কিরণ
নিঃঝুম ধরায়
বিহঙ্গতান নতুন দিনের
সমন জানায়
নিঃসঙ্গ পথ সঙ্গী খোঁজে
প্রভাত বেলায়
পুষ্প গেঁথে মালা গড়ো
ওই আঙ্গিনায়|


নিশির নিশায় ইন্দুমতীর
রহস্যতায়
উল্কা ছোটে মহাকাশের
অজানাতায়
ভেসে আসা রুদ্রবীণার
রাগের ছোঁয়ায়
গভীর ঘুমে স্বপ্নে ভাসো
নিশীথ বেলায়|