কত বিশ্বাস ভরা আছে শ্বাসে
পারবে কি ভেবে বলতে!
বিশ্বাস ছাড়া জীবন কি পারে চলতে!


কত আশা আর নিরাশা শরীরে
জানাই যায় না কখনো
আশা নিরাশার দ্বন্দ্বেই মন সাজানো|


কত ভয় আছে মনের গভীরে!
হত না কি ভালো, জানলে!
ভয় পুষে পুষে অভয় কি যায় অতলে!


কত অভিমান ভরা যে বিবেকে
দুরূহ প্রশ্ন নয় কি!
অভিমান দিয়ে ভালবাসা পাওয়া যায় কি!


কত অভিনয় করে করে আনা
মর্য্যাদা এই সমাজে
এই মর্য্যাদা লাগে নাকি সৎ কাজে!


কতবার সহে নিতে হবে ভুল
শান্তিকে ধরে রাখতে!
সহ্য করে কি শান্তি থাকবে সাথে!


কত পীড়ন যে আসবে জীবনে
হিসেব যে তার হয় না
পীড়নের আসা মরন অবধি থামে না|


কত নিয়ে আর কত যে ভাববো
এই ভাবনার শেষ নেই
কত নিয়ে ভেবে অন্তর ভরে দুঃখেই|