মাথা নত করে, শতবার আমি বলিনি
যা বলেছি তাতে, ভরেও দিইনি দাবী
বলেছি সে কথা, যাতে ছিল শুধু তথ্য
সেই তথ্যকে, মেনে কি গড়েছ ছবি!


বলতে পারিনি, শুনতে যা চেয়েছিলে
বুঝতে পারনি, ভালবাসা নয় ভুল
তোমাকে পাওয়ার জন্য, অনেক বলেছি
ছড়াতে পারিনি, তোমার নয়নে ধূল


আমাদের যত কথপোকথন, থেমেছে
যাত্রার শেষ, হয়েছে শুরুর বিন্দুতে
মহাসিন্ধুর, নাগাল পাওয়া তো দূর
কল্পনা সব, জড় হয়ে গেছে ইন্দুতে|


নিজেকেই জানি, জানতে পারিনি তোমাকে
ভুল বললাম, সামান্য কিছু জেনেছি
বেশী জানবার সুযোগ দাও নি, তাই
মাথা উঁচু করে, সহজেই সেটা মেনেছি|


তুমি চেয়েছিলে ভালবাসা, তাও দিয়েছি
ছোট্ট সময়ে, অল্পই দেওয়া যায়
আমিও অল্প পেয়েছি, স্বীকার করছি
সেই ভালবাসা, মরেছে শূন্যতায়|


এ সব লিখতে, কেন যে করলে বাধ্য!
কেন দোষ ভরে, একটা চিঠিই পাঠালে!
এতদিন ধরে, দোষগুলো মনে রেখেছো!
মানব কি তবে, সত্যিই ভালবেসেছিলে!


জেনেওছিলাম, তুমি ভালবেসেছিলে
অন্তরে কেন, প্রবেশ করতে চাওনি!
তোমার যত্ন, খেলেছে শুধুই পরিধিতে
তরল হয়েই রয়েছে, জমতে দাওনি|


তরল হলেই, হারাবার থাকে ভয়
বেঁধে রাখলেও, তরল যে উবে যায়
বুঝতে পারছি, এখন দুঃখে ভুগছো
সমাধান হলো, দুঃখকে করো জয়|