//পথ মানে শুধু পথ//


এই পথ দিয়ে, অনেক চলেছি
কি করে ভুলব এই পথ!
তাই একদিন, মনে হয়েছিল
আজ যে ভুলেছি সেই পথ।


সেই দিন কেন, মনে হয়েছিল
সেই পথ ভোলা যাবে না!
সেদিনের মন, আজকের মন
নয় যে সমান ভাবনা।


সেদিনের সেই, পথ হারায়নি
না আমি হারিয়ে গিয়েছি
আজকে চাই না, সেই পথটাকে
নতূন এক পথ চাইছি।


এমন হওয়া কি, ভুলের চিহ্ন!
যদি হয়, তবে কেন!
সময়ের সাথে, মনের বদল
হওয়াই উচিৎ, জেনো।


বাঁচতে হবেই, বয়সের সাথে
বয়স হবে না কম
বয়সের সাথে, বুদ্ধি তো বাড়ে
আর বাড়ে সংযম।


যুবক বয়সে, যে পথ নিয়েছি
অবসরে নিলে সেই পথ
কি করে চলব, সেই পথ ধরে!
আসবে ছুটে বিপদ।


এক দুই নয়, শত শত পথে
শত শত বার চলেছি
সময়ের স্রোতে, পাল্টেছি পথ
শান্তি আনতে চেয়েছি।


এক পথ ধরে, আসা হয়ে থাকে
অন্য পথেই যাওয়া
লেখা নেই, তবু এটাই নিয়ম
নিয়মের গুণ গাওয়া।


যে পথ আজকে, সাথীর আসনে
তারই করছি যত্ন
সেই কোনো পথ, নেই তো চাওয়ায়
যা ছিল সেদিন রত্ন।


আসলে, যত্ন রত্ন মানি না
মানি খালি বর্তমান
যখন যেমন, পথে আছি আমি
তাতেই জীবন দান।


সুবীর সেনগুপ্ত