//পথ পেরনোর জন্যই আসা ভূবনে//


পেরিয়ে এসেছি কিছু পথ
তাই এখানে
তুমি কি রয়েছ স্থির হয়ে বসে
ভুবনে!


আগমন হলে, প্রস্থানও হবে
নিশ্চিত
যে আদরে আছি, তাও একদিন
হবে চিৎ।


সরণী এখানে, সরণী ওখানে
গড়েছে
গড়ার পরেই, সরণীতে ভীড়
বেড়েছে।


কার পদক্ষেপ, কোন সরণীতে
পড়বে
তার হিসাব করা, কারো কি
ইচ্ছা হবে!


পথ পেরনোর, অঙ্গীকার কি
করা হয়!
হলেও তো সেটা, স্বীয় কর্মের
মাঝে রয়।


সরণী বা পথ, সড়ক সংখ্যা
অন্তহীন
চলা শুরু করা, স্বইচ্ছাতেই
আদেশহীন।


পথ পেরনোর, জন্যই আসা
ভূবনে
পেরিয়ে যাচ্ছি, পায়ে পায়ে পথ
কারণে।


তোমার আমার কারণ কি সব
এক হয়!
সব এক নয়, তবে কিছু কিছু
মিলে যায়।


একটা সময় দেখব, সামনে
পথ নেই
সে সময় আসে, সকলের কাছে
ভুল নেই।


সেই সময়টা, নিয়ে আজ কেন
ভাবছি!
পথ শেষে, সেই সময় আসবে
মানছি।


এখন এখানে যেতে থাকো, তুমি
থেমো না
পথ শেষ হবে, এ কথাও মনে
এনো না।


আমার পথটা, আমাতেই
শেষ হবে
আর একটা পথ, তোমাতে
অন্ত পাবে।


কোনো অর্থের মধ্যে, জীবন
পড়ে না
খুঁজতেই থাকি, কিছু পাই
সে তো বেদনা।


হিসাব হোক বা না হোক
পথ গড়বে
সব পথই, পদচিহ্নের
ছোঁয়া পাবে।


সুবীর সেনগুপ্ত