যার বাড়ী নেই, সে যে থাকে পথে
এ তো নয় কারো অজানা
যার বাড়ী আছে, সে কেন করবে
পথটাকে তার ঠিকানা!


পথগুলো সাথী সর্বহারার
এ পথ সে পথ রাজপথ
পথের ধূলোয় মিশে গিয়ে, তারা
পূর্ণ করছে মনোরথ।


প্রাণ হলেই হয়, বাঁচার ইচ্ছা
তাতে ঠিকানার নাই স্থান
সে প্রাণ হলেও সর্বহারার
প্রাণ হয় না তো পথে ম্লান।


সর্বহারার সামনে পিছনে
আছে শত শত পথ
কোন পথটাকে মানবে ঠিকানা!
কারো নেই কোনো মত।


যে যার মতন, বেছে নেয় পথ
সেখানেই বাঁধে ঘর।
কভু তাড়া খেয়ে, হয় যাযাবর
পরিবর্তনে করে ভর।


সর্বহারা কি চায় না ঠিকানা!
চাইবে না কেন বলো!
ঠিকানাই আনে প্রাণ ভরে মান
ঠিকানাতে জ্বলে আলো।


নানা দেশে নানা সমাজের রূপ
কোথায় যে মিল, খুঁজেছি
সর্বহারার দল সব দেশে
পথে পথে ঘুরে জেনেছি।


পথ যে সবার, এ কথা সত্য
গণতন্ত্রের দেশে
এই অধিকারে, সর্বহারাও
বাঁচে পথে, ভালবেসে।


আজ এই পথ, কাল ওই পথ
তাদের নতূন ঘর
অস্থায়ী এই ঠিকানায়, তারা
সুখ সন্ধানে তৎপর।


কি বাঁচার মানে, সর্বহারার!
এই জিজ্ঞাসা হয় না
তারাও কামনা বাসনা জড়িয়ে
স্বপ্নেই পায় প্রেরণা।