প্রাণের সঙ্গে অটুট বাঁধন।
।।সুবীর সেনগুপ্ত।।


নিশীথের পথে চলতে চাই না
সকাল দুপুর, তাই তো চলেছি
জীবনের গতি কমাতে চাই না
সম্ভব মতো বাঁচিয়ে রেখেছি।


কাজ নিয়ে কোনো দ্বন্দ চাই না
অন্ধ হই না কাজের বেলাতে
কাজ করে করে চাই না বাহবা
কাজ করে যাই আপন মনেতে।


খুশীর ঝলক, বাড়াতে চাই না
সাধারণ খুশী, তাই রাখি সাথে
দুঃখের সাথে চাই না আপোষ
দুঃখ হলেই, কাজে যাই মেতে।


নাই নাই ভাব, আনতে চাই না
যা যা আছে তাই নিয়ে খেলা করি
অল্প সুখকে, চাই না হারাতে
সুখের প্রাসাদ, তাই দিয়ে গড়ি।


অপবাদ সহে, থাকতে চাই না
কেন অপবাদ, কারণটা খুঁজি
প্রতিবাদ করা, চাই না ছাড়তে
করিও তো তাই, যদি ঠিক বুঝি।


অপমান করে, খুশী তো হই না
করবার আগে, গড়ি দূরুত্ব
স্বভিমানি হয়ে, চাই না থাকতে
অভিজ্ঞতাকে জেনেছি সত্য।


বিভাজন করে, ক্ষমতা চাই না
নিই সহায়তা, উচিৎ কথার
অনুচিত ভাষা, চাই না বলতে
যথাযথ কথা, বলি বারবার।


অলস জীবন, কাটাতে চাই না
কাজ না থাকলে, অকাজেই মন
ব্যস্ত সময়, চাই না হারাতে
ধীশক্তির করি প্রসারণ।


মৃত্যুকে মনে ঢুকতে দিই না
প্রাণের সঙ্গে, অটুট বাঁধন
ছিঁড়বে বাঁধন, চাই না ভাবতে
ছিঁড়লে পরেই, মেনে নেবে মন।