সকলেই আগে যাবে, প্রস্তুতি নিচ্ছে
পিছনে থাকার কারো নেই কোনো ইচ্ছে।
যতই যাক না আগে, বাঁধা আছে সীমানা
সেই সীমানার মাঝে, সব আগের ঠিকানা।
জীবন মানেই, যেতে হবে আগে নিশ্চিত
থেমে থাকা জীবনের, গড়তে পারেনা ভিত।
ছড়িয়ে ছিটিয়ে আছে, পৃথিবীতে যত লোক
সকলের আগ্রহে, এগিয়ে যাওয়ার ঝোঁক।
এক প্রাণ এক মন, সবারই এক জীবন
সব জীবনের শেষ, নিয়ে আসে ক্রন্দন।
'আগে চলা' এ তো নয় একটি কথার কথা
গভীর ভাবনা নিয়ে, এতে আছে মাথাব্যথা।
আগে যাই, সেখানেও সেই সূর্যের আলো
তবুও তো আগে যাই, করতে হবে যে ভালো।
আগে গেলে ভালো হবে, হয়ে গেছে বিশ্বাস
এ এমন বিশ্বাস, হয়ে গেছি তার দাস।
চলো চলো চলো চলো, সামনে এগিয়ে চলো
দেখো না পিছন পানে, সাথে কে এলো না এলো।
আগে যাব, শুধু আগে,মানুষের আগে নয়
কে আমার আগে গেছে, তাতে নেই সংশয়।
আগে গিয়ে কে সফল, আর কে যে অসফল
নাকি আগে গেলে পরে, হয় না কেউ বিফল।
যাওয়ার জন্য চাই, অন্তত এক পথ
পথ তো সংখ্যাহীন, তাই বুঝি লাগে জট।
"নদীর এপার কহে ছেড়ে দিয়ে নিঃশ্বাস
ওপারেতে সর্ব সুখ,সকলের বিশ্বাস।"
প্রাচীন হলেও, এই প্রবাদকে মানা হয়
চলাও চলতে থাকে অজানাকে জানা যায়।
এক স্থান ধরে রাখি, তাও তো এগিয়ে যাই
এগোনোর সংজ্ঞাটা, গোলমেলে লাগে ভাই।
এগোতে হবেই হবে, এগিয়ে যে অন্ত
আর না এগোই যদি, পাবোনা কি প্রান্ত!
স্থির হয়ে থাকলেও, পৌঁছব প্রান্তে
এগিয়ে গেলেও, সেই প্রান্তই অন্তে।