//প্রেম কি অপরিহার্য!//


প্রেম আসবেই, সে কি বলা যায় নাকি!
প্রেম চাওয়া হবে, এ তো বলা যায়
প্রেম নয় সার্বজনীন, ভুল নয়
মনে হয়,প্রেম অধিকার...
অধিকার আছে তাই তো
জড়াতেও চাই, প্ৰেম রাস্তায়
সেই রাস্তা কি সামনে পায় মানুষ  
প্ৰেম ধরে রেখে, বাঁচা সম্ভব হয় কি!    


প্ৰেম থেকে আসে শান্তি, ও অশান্তি
প্রেমেই গঠন, অতিশয় মনোবল
প্ৰেম শেখাবার শিক্ষাও নেই
প্রবল ইচ্ছা খোলে দ্বার...
প্ৰেম হয়ে থাকে নিহিত
প্রেমে নেই, হিত পরহিত
প্রেমে নিয়ে সংশয়, বাড়ে ধীরে
অসফল প্ৰেম, মনে জাগে ক্রান্তি|  


প্ৰেম থেকে ভালবাসাই হয়ত কাম্য
আগে পরিণয়, পরে ভালবাসা!
কোনটা যে হয় বেশী দামী!
আকলন অ-বোধগম্য...  
প্রেমে সফলতা আসবে
যার দক্ষতা প্রেমেই তুল্যহীন
বেশী সংখ্যক খায় শুধু হাবুডুবু
যদিও সবাই চায়, প্ৰেম হোক রম্য|

প্রেমের মুখ্য আয়ুধ হলো আকর্ষণ  
প্রেম ভাঙলেই, চরম বিকর্ষণ
তবুও চলে প্রেমহীন জীবন
পুনঃ প্রেমের জন্য মন...
প্রেম গুঞ্জনে, মন ভরে
সুযোগের শুধু অপেক্ষায়
প্রেম ধরা দিলে মন ছুটে চলে
সহনের সীমা বেড়ে ওঠে অনুক্ষণ|  


প্রেম হতে পারে প্রেরণার এক উৎস
জাগাতেও পারে চেতনায় সম্ভ্রম
ভ্রমহীন প্রেম উন্নতির প্রচার  
প্রেমেই গড়ে অভিসার...
প্রেমে বন্ধন তোলপাড়
দৃষ্টি বদলে সব হয় মনোরম
প্রেমে ডুবলেই শান্তপ্রকৃতি স্থির
সেই প্রেমে হয়ে যায় জীবনের অংশ|


সুবীর সেনগুপ্ত