//প্রেম মরীচিকা ভাবলে কি অন্যায়!//


আগেও বুঝিনি, পরেও বুঝতে পারিনি
ভুগতে হয়েছে, সেটাই তো স্বাভাবিক
ব্যর্থ প্রেমিক হয়েই থাকতে হয়েছে
তবুও পারিনি হতে আমি নির্ভীক।


প্রথমে কি প্রেম! তারপরে ভালবাসা
নাকি পেতে হবে প্রথমে সঙ্গী একজন
সঙ্গীকে মেনে নিলে বিচারক না হয়ে
প্রেম ভালবাসা হয়ত গড়বে তপবন।


প্রেম যদি হয় শর্তবিহীন সৃষ্টি
প্রেমের অর্থ মূল থেকে যায় সরে
প্রেমের অর্থ হয়ে যায় বিকৃত
সেই অর্থেই ব্যর্থতা খেলা করে।


প্রেম সূচনাতে চোখে সব কিছু রঙ্গীন
আগে যেতে যেতে পৃষ্ট হয় প্রেম ভারে
তপনের তাপে শুকিয়ে কি যায় প্রেম!
হয়-কি হয়-না, এ তো কবিতার স্বরে।


পেয়েছি প্রেমের স্পর্শ, সকলেই পায়
স্পর্শ আলিঙ্গনেও পরিণত হয়
রূপান্তরের প্রশ্নে যে প্রেম অসফল
প্রেম মরীচিকা ভাবলে কি অন্যায়!


নিঁখুত প্রেমের কপোত কপোতী খুঁজেছি
পেয়েছি! পাইনি!মনে সন্দেহ রয়েছে
যদি পেয়ে থাকি, তাও তো নিযুতে একটা
রহস্যাবৃত এক আসন প্রেম পেয়েছে।


প্রেমের ব্যামোহ নিশ্চিত মোহঘোর
আছে নাকি এত মোহ আর কিছুতেই!
স্বল্প জ্ঞানেই বিকল্পের অনুসন্ধান
বুঝেও গিয়েছি অন্বেষণের শেষ নেই।


সুবীর সেনগুপ্ত