ধরলে জোরে, দেয় যে ফাঁকি
এই কি প্রেমের সংজ্ঞা নাকি!
আলতো করে ধরি যদি
তখন তো প্রেম লজ্জা নদী|


প্রেম দুজনের, তাই তো জানি
প্রেম কি মানবে টানাটানি!
কেনই লজ্জা প্রেমের পাতে
চলবে তো প্রেম রাত বিরেতে|


রঙ্গ তো নয় প্রেমের সঙ্গ
প্রেমেই উঠবে মনে তরঙ্গ
প্রেম কেন হবে শংকার ধারা
অভিসারে দেবে এক ডাকে সাড়া|


প্রেম প্রতিমার মূর্তি স্বরূপ
শান্ত নদীর কূল ভরা ধূপ
প্রেম তো করতালির মতোই
দুই শঙ্কার যুগল রসুই|


ধরার জন্য, প্রেম কভু নয়
প্রেম করলেই, প্রেম গড়ে যায়
প্রেমের থেকেই ভালবাসা
নইলে ভালবাসাও পাশা|


যুগল মনের সন্ধিক্ষনে
প্রেম ধরা দেয় আলিঙ্গনে
সহজ ধারায় সহজ স্পর্শ
হলেই হবে, প্রেম উৎকর্ষ|


চুটিয়ে প্রেম পারলে করতে
দুলবেই মন খুশীর স্রোতে
কি দরকার প্রেম করবার!
এমন ভাবলে, জীবন অসার|


ভালবাসায় ডুবতে তো চাও
প্রেমকে কেন দূরেই সরাও!
প্রেম যদি হয় জীবনসাথী
জীবন হবেই চড়ুইভাতি|


প্রেম উৎকর্ষ