//প্রেরণার উৎস প্রশংসা//


প্রশংসারই ঝড় উঠেছিল
ছুটে এসেছিল প্রেরণা
মন জেগেছিল, কাজ ছুটেছিল
বদলেও ছিল ধারণা।


মন জেগে থাকে প্রত্যেক ক্ষণ
যদি না শরীর নীদ্রায়
নীদ্রায় অবচেতনের মাঝে
মনের কর্ম অজানায়।


জাগ্রত মনে চলে মন্থন
মন্থন মানে কাজ
কী নির্দেশ দেবে শরীরকে
শরীর ধরবে কাজ।


তড়িৎ গতিতে ভাবনার ধারা
কর্মের গতি ধীর
গতি বৃদ্ধিতে প্রেরণা সফল
লক্ষ্যের পথে তীর।


সময়ের সাথে কর্মের যোগ
অলিখিত এক বিধি
এই এক বিধি করছে বৃদ্ধি
কর্মেরও পরিধি।


কর্মের ফল প্রবাহিত জল
ঊর্বর করে মন
ঊর্বর মন করেই স্পর্শ
স্মৃতির উন্মোচন।


প্রেরণার উৎসই প্রশংসা
অদ্ভুদ উপহার
এই উপহার সজীব ও সতেজ
মনের অলংকার।


সুবীর সেনগুপ্ত