প্রেরণার উৎস


প্রেরণা আসছে, আসতেই থাকে
কোথা থেকে আসে, নিজেও জানিনা
আসে বলেই তো, করে যাই কাজ
কাজ ছোট বড়, মনেই হয় না।


কে যোগায় এই, প্রেরণার ধারা!
কেউ কি যোগায়! মনে তো হয় না
প্রেরণা কি আসে, জিনিসের থেকে
এটা তো কারণ, হতেই পারে না।


প্রেরণা যে আসে, তা তো নিশ্চিত
তাই খুঁজে যাই, আসার কারণ
কি ভাবে খুঁজব, ধারণাই নেই
তবুও খুঁজছি, নেই যে বারণ।


সবার জীবনে, ঘটনার স্রোত
আমার জীবন, তাতেও ঘটনা
এখন দিয়েছি, সেখানেই মন
হয়ত, অতীত দিচ্ছে প্রেরণা!


ঘটনার থেকে, প্রেরণা পেয়েছি
বহে গেছে কত, সময়ের ঝড়
দু-একটা ছিল, প্রেরণা দেওয়ার
সেগুলো এখন, স্মৃতির চাদর।


এখন জীবনে, যে প্রেরণা পাই
তার উৎসের, আছি সন্ধানে
উৎসের খোঁজ, যদি নাই মেলে
তবে কি প্রেরণা, উঠে যাবে চলে!


নাই যদি আসে, কোনোই প্রেরণা!
তবে কি মানুষ, কুঁড়ে হয়ে যায়!
যদি হয়, সেটা মানতে পারিনা
কারণ, আমি তো সক্রিয়তায়।


উৎপত্তির স্থল না জেনেও
অনুভব করি, ঘটনার স্রোত
আর ভাবছি না, এই নিয়ে আমি
ভাববই কেন, নই নির্বোধ।


Subir Sengupta