অন্বেষণে উন্মাদনা
বিনীদ্রাতে প্রতীক্ষা...
আশার বিন্দু পলে পলে
গড়েই ভাঙছে তৎক্ষণাৎ-
দিন ও রাত্রি দুটোই দীর্ঘ
সময় ডাকছে, 'কাছে আয়'।
আসছে না, সে আসছে না
তবে কি সে আসবে না!
অপেক্ষার আর শেষ নেই।
ছোট্ট হয়ে যাচ্ছে জীবন
অন্ত হওয়ার পথে।
অন্ত হবে
বিন্দু হলেই অদৃশ্য...
প্রতীক্ষা আর নয় অনন্ত।