//প্রকাশের পরে কবিতা অভাবী//


কবিতা কি হতে পারে পারমিতা
কিংবা অনিতা সুনীতা!
যদি হয় নবনীতা, তাই হোক
চাইব না নন্দিতা।


কবিতা হয় না লীনা দেবলীনা
হতেও চায় না সুমনা
কবিতা কিন্তু চায় কল্পনা
চাইতেই থাকে ভাবনা।


কবিতা হয় না সুখের সুরভি
করে না খুশীর দাবী
প্রকাশের পরে, কবিতা অভাবী
কবিতা হারানো ছবি।


কবিতা কখনো হয় সাগরিকা
হয়েও তো যায় কণিকা
মনিকাও হয়, অথবা বিশাখা
কবিতা আদরে ঢাকা।


ভাবনা প্রকাশ, কবিতা প্রকাশ
কবি হয়ে যায় কবিতার দাস
শুধু দাস নয়, কেউ হয় দাসী
অনেক গড়ছে, হচ্ছেও বাসি।


যা ইচ্ছে তাই, কবি গড়ে তোলে
অনুমান শত শত
কবির বাসনা মেটায় কলম
কবিতাতে অবিরত।


কি হয় কবিতা, আর কি হয় না!
কবিরা বলতে পারবে
বলা অনন্ত ধারায় ধাবিত
চির নূতনের ভাবে।


সুবীর সেনগুপ্ত