//প্রকৃতি তার মতোই চলবে//


উনিশ কুড়ি একুশ গেছে
বাইশ এসে নেচেই যাচ্ছে
তারও এবার যাবার পালা
অপেক্ষাতে তেইশ আছে|


উনিশ কুড়ি একুশ বাইশ
যেমন সংখ্যা, তেমন বছর
এক এর পর এক এসেই যাবে
আসার দিকে থাকেও নজর|


দিন সপ্তাহ মাসের যোগে
বছর তৈরী, সব ত্রুটিহীন
দিন সপ্তাহ মাস চলে যায়
বছর যাওয়াই নজিরবিহীন|


শুধুই কী দিন সপ্তাহ মাস!
এদের সাথে ঋতুর আমেজ
বছর বছর সেই এক ছবি
তাও কেন যায় মন অবসাদে|


আসবে তেইশ নতুন কী আর
পরের পর মাস এসেই যাবে
ভাবনা কী বদলায় অভিমুখ!
অতীত নিয়ে কে আর ভাবে!


খুব গরমে প্রাণ অতিষ্ট
বৃষ্টি এলেই গরম কমে
তখন নালিশ বৃষ্টিকে নিয়ে
শান্তি কোথায় আসে বাসভূমে!


গ্রীষ্ম বর্ষা যেমন ভাবায়
ঠিক তেমনই তীব্র ঠান্ডা
অনুতাপ নিয়ে মানুষের মন
পাল্টাবে কি মারলে ডান্ডা!


প্রকৃতি তার মতোই চলবে
বিলাপ করে শুধুই ক্ষতি
আসবে ঋতু যাবেও ঋতু
বিলাপ ভুলেই পাওয়া সদ্গতি|


সুবীর সেনগুপ্ত