পাতাগুলো ঝরবেই
ফলগুলো পড়বেই
ডালপালা নড়বেই হাওয়াতে
থামানো তো যাবে না
প্রকৃতির কামনা
ঘটনাসমূহ হবে মানতে|


কিছু ফুল ঝরে যায়
কিছু তো শুকিয়ে যায়
নিয়মের নেই কোনো হেরফের
কিছু রাত ঘন কালু
কিছুতে জ্যোৎস্না আলো
সব রাত হয়ে যায় স্বপনের|


অরণ্যে ভরা গাছ
অর্কের খুব অভাব
সেখানেই সুখে আছে কত প্রাণ
মরুভূমি, গাছ নেই
তাপে ভরা থই থই
সেই তাপে কত প্রাণ করে স্নান|


হওয়ার মধ্যে ডুবে
বেঁচে আছি অনুভবে
জলে ডুবে কত প্রাণী বেঁচে রায়
আকাশের আঙিনায়
পাখীরা উড়ে বেড়ায়
মনে দাগ কাটে না তো বিষ্ময়|


সব কিছু ঘটনায়
ত্রুটি নেই কোনোটায়
সৃষ্টির আদি থেকে চলছেই
মানুষের অভিযান
নিয়ে কত জয়গান
প্রকৃতির জয়গানে মন নেই|


প্রকৃতির জয়গান