//প্রকৃতির সাথে কেন প্রতারণা//


আমি তো গড়িনি, না আমি কিনেছি
কেউ তো দেয়নি উপহার
আমি পেয়ে গেছি মুঠো মুঠো হাওয়া
যা এই প্রাণে দরকার।


গাছ ফুল পাতা পাহাড় গড়েছে
গড়েছে মাটি পাথর
না চেয়েই সব পেয়েও গিয়েছি
কেন করি অনাদর!


গড়েও উঠেছে কিছু মরুভূমি
পায় না কোনো আদর
মরুভূমি, তাও উপযোগী হয়ে
কোথাও পাচ্ছে দর।


আমি মেখে নিই তপনের আলো
জ্যোৎস্নার আলো তাও
কিনতে হয়না আলো প্রতিদিন
হয়না আলো উধাও।


কত কিছু গড়ি, কত কিনে নিই
তবুও থাকে অভাব
সহজেই পাই বহু কিছু পাশে
হয়না দিতে জবাব।


প্রকৃতির এক অংশ আমরা
তারই দান নিয়ে বাঁচি
কী আর গড়ব, কী বা কিনব!
অযথাই বাছাবাছি।


কিনতে পারলে, কিনব না কেন!
গড়তে পারলে গড়ব
প্রকৃতির সাথে প্রতারণা করে
কী ভাবে বাঁচতে পারব!


যদি দিতে হয় মান সম্মান
তার যোগ্যই প্রকৃতি
এই সামান্য কাজ না করলে
প্রকৃতি গড়বে ভীতি।


সুবীর সেনগুপ্ত