//প্রকৃতির সাথে থাকা//


বারবার এসে যাবে বসন্ত
করবে অনুসরণ গ্রীষ্মের প্রদাহ
কখনো যাবে না বাদ কোনো ঋতু!
কখনো কিন্তু হবে কম বেশী আগ্রহ|


আগ্রহে ভাটা পড়ে, মন হয় নড়বড়ে
করমের গতিতেও হ্রাস দেখা যায়
পারদের ওঠা নামা সদা দৃশ্যত
সক্রিয় জীবন নির্জীবতায়|

শরতে হেমন্তে খুব উদ্যম
উপারম্ভেও থাকে আগ্রহ তেজ  
কনকনে শীতে মন অলস নিষ্প্রাণ
বসন্তের আগমণে হাসিখুশী সতেজ|  
  
সব ঋতু আসবে ও চলেও তো যাবে
প্রতি ঋতুতেই সেই একই ভাবনা
কেন অনুপস্থিত বিগত সময়!
নইলে মানুষ তৃপ্তি পায় না|  


সব ঋতু চাইব অন্তর থেকে
মানাবই নিজেকে রিতুর সাথে
আসুক প্রখর গ্রীষ্ম কনকনে শীত
প্রকৃতিকে জড়াবই প্রতিদিনে রাতে|


সুবীর সেনগুপ্ত