//প্রকৃত কী চাইছে মানুষ!//


মরছে মানুষ, মারছে মানুষ
আক্ষেপ নিয়ে ব্যস্ত মানুষ
সাচ্ছ্যন্দের খোঁজে মানুষ
অনুতাপে ভুগছে মানুষ|


দোষের ঘরে ঘুরছে মানুষ
দোষ ধরতেই রত মানুষ
দিশেহারা হচ্ছে মানুষ
নিস্তব্ধ হচ্ছে মানুষ!


হাসছে মানুষ রাগছে মানুষ
বলছে মানুষ শুনছে মানুষ
ক্ষতির দায়ে পড়ছে মানুষ
বিবাদ ভালবাসছে মানুষ|


বারংবার ভুল করছে মানুষ
ভুল শোধনে নারাজ মানুষ
রাখছে না ভুল দূরে মানুষ
ভুল দেখালে রুষ্ট মানুষ|


পাচ্ছে না, তাও খুশী মানুষ|
পূর্তিতে কী পাচ্ছে মানুষ!
অনুসন্ধান করছে মানুষ|
বিশ্লেষণে নিমগ্ন মানুষ|


ফাটলে বেলুন বিহ্বল মানুষ
ফুলিয়ে বেলুন সুখী মানুষ
গর্বিত হয়ে হাসছে মানুষ
অহংকারেও খুশী মানুষ|


আত্মম্ভরিতায় ভুগছে মানুষ
অভিমানে জড়াচ্ছে মানুষ
অমর্যাদায় শংকিত মানুষ
অনর্গল 'কিন্তু'তে মানুষ|


ভাবছে মানুষ, এখন তখন
করছে ভাবনার পরিবর্তন  
অনুক্রমের বিদীর্ণ বাঁধন
ব্যর্থতাতে নিজ শাসন|


সুবীর সেনগুপ্ত