মনের মিলের সাথী সাথে নিয়ে
পথ চললেই হয়
গ্রীষ্মকাল আর বর্ষা তখন
অলংকারই হয়|


মনের মিলের সাথীর সাথে
সব আহারেই স্বাদ
যা খাই তাতেই, তৃপ্তির ছোঁয়া
বাছাবাছি হয় বাদ|


মনের মিলের সাথীর বয়স
হোক না বেশী কম
মনের বয়স সেটাই আসল
সেথায় শুধুই রঙ|


মনের মিলের সাথীর যে ডাক
সেই ডাক নয় কৃত্রিম
আর সেই ডাকে মন ছুটে যায়
হৃদয়ে তান রিমঝিম|


মনের মিলের সাথী পেলেই
খেলায় নেই হারজিত
এক হয়ে যায় জয় পরাজয়
খেলাই খুশীর ভিত|


মনের মিলের সাথীর স্পর্শ
তড়িৎ কণার মত
মন বলে এই স্পর্শেই সুখ
হওয়াও উচিত, তাই তো!


অচেনা মন আসছে কতই
প্রত্যেকদিন সামনে
মনের সাথে হয় পরিচয়
কথার আগমনে|


কথার পরেই আসে ব্যবহার
তখন আসে আভাস
এর সাথে মন মিলবে নাকি!
হবেই কি নীল আকাশ!


মনের মিলের সাথী তো চাই
শুধু আমার নয়
সবার মনেই এই চাহিদা
বলতে কেন ভয়!


মনের মিলের সাথী পাওয়া
আছেই কার বরাতে!
যে পায় মনের মিলের সাথী
শান্তি তো তার পাতে|


মনের মিলের সাথীর জন্য
ত্যাগ প্রয়োজন হয়
এই উপলব্ধি যার হয়, তার
সাথীর অভাব নয়|