//প্রথম কেন যে ভাবনা জড়িয়ে!//


প্রথম থাকবে প্রথমের স্থানে
এ তো সকলেই জানে
প্রথম প্রথমে না এলে, সবাই
যেতেই চাইবে কারণে।


'প্রথম হবেনা দ্বিতীয় কখনো'
কেউ কি ভাবতে পারে!
এই ভাবনার আছে কি মূল্য!
ভাবনাও বহু দূরে।


প্রথম, দ্বিতীয়, আর সব স্থান
পরে যে কোথায় যাবে!
তুমি আর আমি, মানি বা না মানি
যা হওয়ার তাই হবে।


প্রথম হলেই, আসবে বাহবা!
মন দেয় না তো সায়
দশম কেন যে পাবেনা বাহবা!
ভাবনায় এসে যায়।


জ্ঞান আর সফলতা, এই দুই
মিলে হয় পরিণাম
সফলতা জানা যায়, জ্ঞান নয়
দেখলেও ডান বাম।


প্রথম হওয়ার প্রয়াস হবে-না!
এই কথা বলছি না
শুধুই বলছি, রেখো না মাথায়
প্রথম হব কি হব না!


কাজ থেকে হয় জ্ঞানের প্রকাশ
সেটা বেশী ভালো, নয় কি!
সাথে যদি আসে প্রথমের স্থান
সোনায় সোহাগা, বই কি।


প্রথম দ্বিতীয় স্থানগুলো হলো
ভেদ বিভেদের কল
প্রথম দ্বিতীয় না হলেও হয়
এ জীবন স্বচ্ছল।


সুবীর সেনগুপ্ত