বুঝতে পারিনা, খুঁজতে হবে কি
তাহলে কি খোঁজা ছেড়ে দিতে হবে!
তা ছাড়া, খোঁজার দরকারই কেন!
না হারিয়ে খোঁজা, তার মানে কি!


হারায়নি কিছু, তাও খোঁজা হয়
সেই খোঁজা হলো কাজের মতন
এ খোঁজার শেষে সফল বিফল
যেটাই হোক না, থাকে সংশয়।


জিনিস হারানো সহজ ব্যাপার
সবাই হারায় কখনো সখনো
আমি তো পাইনি কাউকেই খুঁজে
যার হারায়নি কোনো একবার।


হারিয়ে ফেললে ঘরের ভিতর
সে তো পাওয়া যায়, আজ নয় কাল
'আজ নয় কাল' গড়িয়ে গড়িয়ে
কেটে যায় কত মাস ও বছর।


প্রকৃত হারানো ঘরের বাহিরে
হারানোর পরে খোঁজা অনর্থক
যদি পেয়ে যাই, মনে মনে ভাবি
আমার কপাল দুধ ভাত ক্ষীরে।


ন-মাসে ছ-মাসে হারানো ও খোঁজা
অতি স্বাভাবিক, যে কেউ মানবে
ন-মাস ছ-মাস হলেও কিন্তু
খোঁজা কাজটাই সকলের বোঝা।


ঘন ঘন হারানো তো এক রোগ
এর থেকে নিষ্কৃতি প্রয়োজন
যে উপায় ধরে নিষ্কৃতি পাওয়া
নিতে তো হবেই তারই সুযোগ।


পথ হারালেই শংকা জড়ায়
বিষাদ জড়ায়, মনকে হারালে
দুটোকেই খুঁজে পেয়ে যেতে হয়
না হলে জীবন যাবে নিরালায়।


এখন বুঝেছি খুঁজতে হবে কি
দরকারি কিছু হারালে খুঁজব
হারানোকে বশ করতে পারলে
খোঁজা কাজটাকে শিকেয় তুলব।