//প্রতি লাইনেই লেখা ভালবাসা//


ভালবাসা দেবে, ভালবাসা পাবে
এই আশাতেই, মন ভেসে যাবে।


ভালবাসা দেয়, ভালবাসা পায়
অমৃতের স্বাদে, জীবন গড়ায়।


ভালবাসা রাতে, ভালবাসা ছাদে
ভালবাসা দিনে, দুপুরের পাতে।


ভালবাসা মিল, ভালবাসা ঝিল
ভালবাসা, সমাবেশ ও মিছিল।


ভালবাসা ঢাল, সকাল বিকাল
ভালবাসা, জড়িয়েই কাটে কাল।


ভালবাসা ধন, সবার আপন
ভালবেসে-বেসে, তাজা থাকে তন।


ভালবাসা, এক প্রবাহিত ধারা
ভালবাসা সাথে, আর কীসের তাড়া!


ভালবাসা, ঘ্রাণ, নিতে চায় প্রাণ
ভালবাসতেই, যত অভিমান।


ভালবাসা রাখী, ভালবাসা পাখী
ভালবাসা, দূরে থাকলেই, ডাকি।


ভালবাসা রঙ, ভালবাসা হাসি
ভালবাসা ঢঙে, দুটি মন খুশী।


ভালবাসা আজ, ভালবাসা কাল
ভালবাসা তিল, ভালবাসা তাল।


ভালবাসা নীতি, ভালবাসা প্রীতি
ভালবাসা থেকে, দূরে রাজনীতি।


ভালবাসা শরীরের কবিরাজ
ভালবাসা, জুড়ে রাখে এ সমাজ।


ভালবাসা, মানতে চায় না সীমানা
ভালবাসা, থেমে থাকতে পারে না।


ভালবাসা, মহা শক্তির রূপ
ভালবাসা, ভালবাসতেই চুপ।


ভালবাসা নেই, শিক্ষা বা জ্ঞানে
ভালবাসা ছবি, মানুষের প্রাণে।


ভালবাসা, নিরাকারের প্রতীক
ভালবাসা, হতে চায় প্রাকৃতিক।


ভালবাসা, প্রকাশিত হয় গানে
ভালবাসা, খেলা করে অভিমানে।


ভালবাসা, অধরের মাঝে কাঁপে
ভালবাসা, মরে হিংসার চাপে।


ভালবাসা নেই, কোনো সংজ্ঞায়
ভালবাসা আছে, শুধু চেতনায়।


সুবীর সেনগুপ্ত