প্রতিবাদ হোক যথোচিত ভাবে।
               ।।সুবীর সেনগুপ্ত।।


প্রতিদিন যদি হয় প্রতিবাদ
দাবী হয়ে যাবে প্রতিকূল
প্রেরণাতে ভাটা বিরাজ করবে
প্রতিবেদনেও হবে ভুল।


প্রতিবাদ করা, সে তো অধিকার
প্রয়োজন হলে, করা হয়
নিত্য কাজের পর্ব তো নয়
প্রতিবাদে ক্ষোভ আলো পায়।


প্রতিবাদ চায়, সঠিক কারণ
তার ব্যাখ্যাতে, সঠিক প্রমান
তাও প্রতিবাদ হয় যে বিফল
কারণ, পিষে যে দেওয়া হয় মান।


প্রতিবাদ এলে, আসে প্রতিরোধ
এসে যায় আক্রোশের ভাবনা
যে ভুল থামাতে করা প্রতিবাদ
সেটা পেয়ে যায়, বাঁচার বাহানা।


প্রতিবাদ, হতে পারে প্রতিশোধ
যদি করা হয় অবিরামভাবে
দূরে সরে যায় আসল কারণ
যা বিরোধ করা, তা যায় অভাবে।


প্রতিবাদ কোন প্রকরণে হবে
সেটা যথাযথ জটিল প্রশ্ন
যার প্রতিবাদ, সে ঠিক করবে
ভেবে প্রকরণে নেবেও যত্ন।


প্রতিবাদ হোক যথোচিত ভাবে
হওয়ার কারণে, থাকুক যুক্তি
তবে পরিণাম হবেই সফল
'অবিচার', পেয়ে যাবেই মুক্তি।