অভিনয় না করেই
হয়ে গেছি অভিনেতা
জীবনের অজস্র মঞ্চে...
কেন আমি অভিনেতা
লোক বলে, শুনি তাই
কিন্তু এ মনটা কি মানছে!


আমি এক অভিনেতা
যদি এটা মেনে নিই
লোক দ্যাখে অভিনয়, তাই তো...
অভিনয় করে যাই
পারিশ্রমিক পাই
কে কেমন অভিনেতা, বলো তো!


তোমারই মতন আমি
অভিনেতা কেন বলো
তবে কি সবাই অভিনেতা!
কি করে তা বলা যাবে
জানতে হবেই হবে
কি কারণে এই পরিচয় গাঁথা!


অভিনয়ে কথা আছে
আছে মূক অভিনয়
আমরা কি তাই করে যাচ্ছি!
সকলেই কথা বলি
ইচ্ছা হলেই চূপ
তবেই কি অভিনেতা হচ্ছি!


এ যুক্তি খাটে না তো
মনটাও মানে না তো
অন্য কারণ আছে নিশ্চিত...
যে কারণে অভিনেতা
সম কারণে কি সেটা
কারণটা জানলে কি হবে জিৎ!


মিথ্যে তো অভিনয়
এতে খাঁটি কিছু নয়
মুখস্তকরে কথা বলা হয়...
আমরা কি তাই করি
ঠিক কথা সব অরি
মিথ্যেকে ভর করে আনি জয়।


বলছি যা, করছি না
লুকাতেও ভুলছি না
এই সব সম্ভব অভিনয়ে...
বলবেই অভিনেতা
মানি বা, না মানি সেটা
প্রতিবাদ রয়ে গেছে সংশয়ে।