// প্রতিবাদ //


একটা একটা করে গড়ছে ও জমছে
জমে জমে প্রতিবাদ নেপথ্যে মরছে
সাধ করে প্রতিবাদ জমে নাকি জীবনে!
কী ভাবে যে জমে যায় ঈশ্বরই জানে।


গড়ছে না প্রতিবাদ প্রত্যেক ক্ষণে
তবে গড়ে প্রতিবাদ এখানে ওখানে
বর্তমানের ধারা যায় যদি বদলে
গড়ে ওঠে প্রতিবাদ, নয় ছলেবলে।


প্রতিবাদ গড়বেই হালকা বা ভারী
গড়বে সবার মনে, নর কিবা নারী
কিছু জমা থাকে প্রায় সব্বার মনে
কিছু কিছু ফাটে যেন তীব্র আগুনে।


বহু প্রতিবাদ গড়ে, থাকে না কোথাও
হজম করেই হয় সেগুলো উধাও
সেই প্রতিবাদ নিয়ে নেই সংশয়
জমা প্রতিবাদ থেকে রাগের উদয়।


বিশ্বাসে পদাঘাত হলে প্রতিবাদ
কেড়ে নিলে অধিকার, তাও প্রতিবাদ
প্রতিবাদে জুড়ে গেলে হয় প্রতিরোধ
স্বাভাবিক কারণেই আক্রোশ ও ক্রোধ।


প্রতিবাদে সোচ্চার হওয়াই তো ঠিক
সকলে পারেনা হতে হয়ে নির্ভীক
ভয় দিয়ে ভরা মনে জমে প্রতিবাদ
জমা প্রতিবাদে শুধু নিরাশার স্বাদ।


প্রতিবাদ গড়ুক-না, তাতে ক্ষতি নেই
প্রতিবাদ নিয়ে কাজ করতে হবেই
পুষে রাখা প্রতিবাদ হয়ে যায় ক্ষীণ
পরে সেই প্রতিবাদ বাজায় না বীন।


সুবীর সেনগুপ্ত