//প্রতিদিন কাজে ডুবতেই হবে//


খেতে হবে, তাই রান্না করেছি
সে তো হয়েছিল অতীতে
পরীক্ষা আর ত্রুটি থেকে শিখে
আজ সুনিপুণ রাঁধতে|


শিখে নিয়ে করা যায়, কোনো কাজ
না শিখেও করা জীবনে
শেখার সুযোগ, হয় না সবার
অনিপুণ, তবু করণে|


করতে থাকলে, হবে অবগতি
এ তো নির্ভুল ধারণা
যে অশিক্ষিত, তাঁরও অভিজ্ঞতা
কখনোই থামবে না|


উপজীবিকার, আছে বহু পথ
শিক্ষার সাথে জোড়া নয়
শিক্ষার পরে, যে আয়ের পথ
পেশার সংজ্ঞা, তাই হয়|


দর্জী বা মুচী, কাজ শিখে হয়
কাজ শিখে নয় ডাক্তার
কিছু কিছু কাজ, শিক্ষা প্রধান
কিছু কাজ শেখা দরকার|


দক্ষতা নিয়ে, যে কাজ করছি
সেটাও হয়েছে পেশা
উপার্জনের, পথ ধরে নিলে
সেই পেশাতেই নেশা|  


জীবনের গতি, অক্ষুণ্ণ রাখতে
ধনাগম হওয়া প্রয়োজন
সেটার অভাব, কর্মহীনের
কাটে দুঃসহ জীবন|


বেশী বেশী বার, এক কাজ করে
অভিজ্ঞতাই বাড়ে
সাথে সাথে, বেড়ে যায় দক্ষতা
কাজ সহজের ঘরে|


যে কোনো কাজই, পেশাগত কাজ
কাজ থেকে হলে ধনাগম
তা না হলে হবে, সেই কাজ শখ
ভালো লাগে, করা হরদম|


প্রতিদিন কাজ, প্রতিদিন আয়
সাধারণ মান জীবনে
বলবে কি তুমি, প্রতিদিন নয়!
আয় তো মাসের গড়নে|


কাজ কাজ কাজ, কাজই জীবন
কাজ ভালোবেসে সুখ
অলস জীবনে, পেশাহীন হয়ে
শুধু দুঃখের সাজ|


সুবীর সেনগুপ্ত