প্রতিশব্দ ও বিপরীতার্থক শব্দ|
                      ||সুবীর সেনগুপ্ত||


চেষ্টা না বলে, বলতেই পারি প্রয়াস
প্রয়াস না হলে, মিটবে কি অভিলাষ|


'প্রচেষ্টা'ও তো, ব্যবহার হবে 'চেষ্টা'য়
প্রতিশব্দের, অনেক চলন কবিতায়|


বিপরীতার্থক, কথাও তো চাই মননে
চাই তা আসুক, ঠিক সময়েই স্মরণে|


রেওয়াজের ফলে, পেয়ে যাই প্রতিশব্দ
তা না হলে হই, লিখতে গিয়েই জব্দ|


সব ভাষাতেই, আছে সমার্থক শব্দ
তাই সাহিত্য, করে ফ্যালে জাদুমুগ্ধ|


কিছু জ্ঞান, কিছু প্রতিভার মিশ্রনে
চেষ্টাও আনে, অনুপম ফল সামনে|


আমার রীতিতে, আমি করি কোনো কাজ
একই কাজে তুমি, অন্য রীতির দাও সাজ|


একই কাজে একই পরিনাম, এ তো জ্ঞান
তাও পরিণামে খুঁজে পাই, বিভেদের মান|


কি প্রসঙ্গে, কখন কাজ আর লেখা
তারই ভিত্তিতে, প্রতিশব্দের রেখা|


গ্রহণযোগ্য হলে পরিনাম, চলবে
সবাই কি আর, 'গ্রহণযোগ্য' মানবে!


কাহিনী, কবিতা, প্রবন্ধ, উপাখ্যান
সাহিত্যে সব, এক অংশে বিরাজমান|


একই বিষয়কে, দেওয়া হবে বহু রূপ
উত্তেজনা বা নিরাশায় হবে, পাঠক চুপ|


প্রতিশব্দ বা বলি সমার্থক, কি আসে!
এগুলো নিয়েই, কবিতাতে ভাষা ভাসে|


কত লোক আর, ভাষা নিয়ে এতো ভাবে!
তবুও কি ভাষা, পড়ে যায় নাকি অভাবে!


কতিপয় লোক, খেলবেও ভাষা নিয়ে
চেষ্টা, প্রয়াস থাকবেও বেঁচে বলয়ে|