তোমার ইচ্ছা প্রকাশ করেছো
নিতেও চলেছে প্রতিশোধ
ভাবছোও তুমি প্রতিশোধ নিলে
হয়ে যাবে সব শোধবোধ|


প্রতিশোধ নেবে অকারণে নয়
জানিয়ে দিচ্ছ সদর্ভে
পারবে বাঁচতে এই কাজ করে
আজকের মতো গর্বে!


প্রতিশোধ মানে শাস্তির পথ
শাস্তি দিতেই চাইছো
শাস্তির আছে নানাবিধ রূপ
কোন রূপ বেছে নিয়েছো!


প্রতিশোধ নিয়ে তার ক্ষতি করে
তারই মতো তুমি হবে
যে অন্যায় সে করেছে প্রথমে
তুমিও কি তাই করবে!


বলছি না আমি ক্ষমা করে দাও
সব অন্যায়ে ক্ষমা নয়
অবুঝের দোষ ক্ষমার যোগ্য
শিশুদের ক্ষমা করা যায়|


ক্ষতি যা হবার তা তো হয়ে গেছে
ভুল কার ভেবে লাভ কি!
ভবিষ্যতের ক্ষতিকে বাঁচাও
দূরেই থাকোনা ক্ষতি কি!


প্রতিশোধ নিলে তোমারি তো ক্ষতি
ভেবে দেখলেই জানবে
আর এ জানার মধ্যেই তুমি
অবসর খুঁজে পাবে|


যার অন্যায় তাকে ক্ষমা নয়
দেওয়া নয় কোনো সন্মান
তাকে দূরে রাখো, শান্তিতে থাকো
নিজেকে কোরোনা অপমান|


প্রতিশোধ কোনো সমাধান নয়
করোনা উচিত প্রতিবাদ
একবার নয়, বার-বার করো  
করো সুযোগকে সংবাদ|