//প্রতিটি মানুষ সুন্দর এই ভূবনে//


যে তোমাকে দ্যাখে, বলে তুমি সুন্দর
আমি কুৎসিত, বলছি না সেই কথা
আকর্ষণের মাঝখানে আছো তুমি
তোমাকে নিয়েই আলাপ্ সর্বদা|


আমাকে দেখতে কেউ নয় ব্যস্ত
আমি অনাড়ম্বর রূপ আর কাজে
জনতার মাঝে সহজে হারানো মুখ
এই মুখ নেই কোনো হৃদয়ের ভাঁজে|


মানুষ দেখতে চায় তোমাকেই স্বপ্নে
স্বপ্ন যদিও তোমার দখলে থাকেনা
পয়মন্তের চোখে তুমি দেখা দাও
বাকীদের তুমি দাও কী স্বান্তনা!  


সুদর্শন আর কুদর্শনের তুলনা  
কিছুতে হবেনা তারতম্যকে ধরে!
এই তুলনার আছে কোনো তাৎপর্য!
তুলনীয় রূপ, মুহূর্তমধ্যে যাবেই মরে|


আমি কুৎসিত, তার দায় হবে কার!
ভীষণই জটিল প্রশ্ন, সবাই মানবে
কেন পৃথিবীতে সুন্দর কুৎসিত!
এর উত্তর হেঁযালিপূর্ণ থাকবে|


একই আদলে মুখের  ছড়াছড়ি
সবার চোখেই অগণনীয় অনৈক্য
অনৈক্যের নেই স্পষ্ট কোনো কারণ  
মজা হলো কোনো কারণে নেই ঐক্য|


আজকের দিনে এই ক্ষণে তুমি সুন্দর
এই বিভূষণ হতেই পারে না স্থায়ী
শরীরের পরিবর্তন অবশ্যম্ভাবী
এই কারণের জন্য কে দায়ী!


তুমি সুন্দর, সে কথা বলেছি আমরা  
আমরা বলেছি তোমাকে দেখার পরে
তুমি তো কেবল শুনেই গ্যাছো সিদ্ধান্ত
এই কথা শুনে, আত্মাভিমান কী শরীরে!
    
সুরুপ, সুশ্রী, সুন্দর, সৌম্যদর্শন
প্রতিটি শব্দ আকর্ষণেই জড়ানো
সৌম্যদর্শন গূঢ় অর্থে কী তাই!
এই শব্দ সম্ভ্রান্তেই মোড়ানো|


সকলে কী নয় সুন্দর এই ভুবনে!
কী ভাবে দেখব সেইটাই হলো প্রশ্ন
খোঁজা প্রয়োজন, শুধু গুণ, নয় রূপ
গুণই দেবে সেই প্রতীতি তাইতো রত্ন|


সুবীর সেনগুপ্ত