//প্রত্যাশাহীন জীবন অর্থহীন//


অভিনব এক অভিপ্রায়
হতেই পারেনা যা সম্ভব
সেই অভিপ্রায় মনে পুষে রেখে
কেন করে যাই অহরহ রব!


বহু অভিপ্রায় হতে চায় সাথী
প্রতিদিন প্রতি জীবনের
অমোঘ সত্য এই এক কথা
যা নয় বিষয় স্মরণের|


অভিলাষ অভিপ্রায় ও কামনা
সব্বার মনে জাগায় প্রেরণা
প্রেরণার বশে বশীভূত হয়ে
ছুটতে ছুটতে অন্তে বেদনা|


ইচ্ছা ও আশা, তাও আছে সাথে
বলতে কী পারি অভিপ্রায়!
এ-দুটোর আগমন ক্রমাগত
তবে নয় ঘুমের সময়}


আছে আকাঙ্খা, স্পৃহা আর সাধ
ভুলতে পারি না বাসনা
কোনটার দিকে ঝুঁকবে যে মন!
অবস্থাবিশেষে জানা|


প্রত্যাশাহীন জীবন হয়না
আছে সাধ, তাই ক্ষুধা
এই ক্ষুধা নয় আহারের ক্ষুধা
লিখতে হয়না দ্বিধা|


অভিপ্রায় যদি সহজ সরল
সহজে পায় পূর্ণতা
অভিনব হলে, বাধাই সামনে
তখন স্মরণে বিধাতা|


শরীর সুস্থ থাকলে কী পাই
একটি সুস্থ জীবন!
জীবন মানে তো চলা এক পথে
পথে ইচ্ছার আগমন|


উৎসাহ আর অনুপ্রেরণা
উদ্দীপনার উৎস
তাই অভিপ্রায় কামনা বাসনা
না থাকলে তো নিঃস্ব|


সুবীর সেনগুপ্ত