//প্রত্যেক কাজ খেলারই রূপ//


কত কত খেলা খেলি প্রতিদিন
খেলি রাস্তায়, দোকানে বাজারে
গাড়ী চালাচ্ছি, তখনও তো খেলি
চোখ আর মন এক করে ফেলি।


চাই বা না-চাই খেলতে কখনো
নিশ্চিত খেলা হয়ে তো যাবে
খেলবে সবাই অনিচ্ছাতেও
ইচ্ছাতে খেলা, সে তো থাকবেই।


খেলা না খেললে স্থির হয়ে যাই
স্থির হয়ে গেলে জীবন কোথায়!
সবার চাওয়ায় আছেই জীবন
সেই কারণেই মাতছি খেলায়।


দল নেই, নেই কোনো বিপক্ষ
খেলছি কিন্তু হতেই দক্ষ
দক্ষতা করে ফেললে হাঁসিল
পৌঁছেও যাই যেথায় লক্ষ্য।


কাজ ভরা মেলা জীবনের খেলা
প্রত্যেক কাজ খেলারই রূপ
যত বেশী কাজ, তত বেশী খেলা
হয়না জীবন কখনো বিরূপ।


কী বুঝি আমরা জীবন বলতে!
যাই বুঝে থাকি, নেই সংজ্ঞাতে
ভিন্ন ভিন্ন অনুভব নিয়ে
আমাদের অনুভূতি চেতনাতে।


খেলতেই হবে, খেলতেই হবে
এই পণ নিয়ে চলতেই হবে
কাজ কাজ খেলা নিয়েই জীবন
চলতে থাকুক খেলা আমরণ।


সুবীর সেনগুপ্ত