মনটা খুলে দেবেই নাকি
রঙ দেখানোর জন্য!
তেমন কোনো রঙ যদি হয়
হতেও পারি বন্য।


সদয় হলে, দেখতে পাবো
তোমার মনের রঙ।
হয়ত আমি সে রঙ মেখে
সাজতে পারি সঙ।


করতে পারি সকাল বিকেল
অনেক কিছু নতুন
কি রঙ দেখব, তাতেই বুঝব
তোমার নিহিত গুণ।


দেখি কতই প্রজাপতি
রঙ-বেরঙের ডানা
দেখেই, পেয়ে যাই আনন্দ
মন তো যায় না জানা।


এই প্রকৃতি রঙ এর বাহার
দেখলেই হয় রঙ
তোমার মনের রঙ দেখতে
করছি কেন ঢঙ!


মিলতে হবে, মিশতে হবে
মনের রঙের সঙ্গে
নইলে কি আর নাচবে জীবন
নতুন নতুন রঙ্গে!


দেখতে চাওনি, তাও মেলেছি
আমার মনের রঙ
কি দেখেছ! জানাওনি তো!
রঙ কি তাতে কম!


ভালবাসায় ডুবতে চাইলে
খুলতে হবেই মন
আছে নাকি ভালবাসায়
অন্য কোনো পণ!


রঙ ছাড়া আর কি যোগ করব
ভালবাসার সাথে!
অন্য কিছু যোগ করে কি
পড়বই সংঘাতে।


কি আছে আর কি নেই, এ তো
পার্থিব সব ভাবনা
এই ভাবনার মাঝে জীবন
হতেই পারে কানা।


মন যদি হয় সাদা কালো
সে মন হবেই নীরস
প্রত্যেক মন রঙ এর বাহার
করতে হবেই বশ।


রঙ মেলতে হবেই হবে
যে রঙ আছে মনে
এই নিয়মেই ভালবাসা
থাকবে তপবনে।