ঝোড়ো হাওয়ায় দোদুল্যমান
রুদ্র বৃক্ষের দৃশ্য
আমার নিশ্চয়তায় আনলো আলোড়ন।
যে মনে তমসের স্থান দিতে চাইনি
সেই দেখা দিল অনাহুত-
অশান্ত অনুভূতি কোলাহলে উদ্ভাবিত হয়ে
সুযোগ নিল একাকীত্বের।
আমি জর্জরিত হয়ে সরিয়ে নিলাম দৃষ্টি।
রুদ্ধ ঘরে বন্দী করলাম নিজেকে।
বাতাসের শন শন ভীত শব্দে
বিলুপ্ত হল আমার চিন্তাশক্তি।
শূন্য মন নিয়ে ঢলে পড়লাম আমি
অবসাদের কোলে-
গভীর নীদ্রায় স্বপ্নে পেলাম নিজেকে।
আমার অস্তিত্ব ফিরে এল আমার কাছে
পুরোনো আমি হয়ে।