নিষেধ ছিল না, তবুও নিইনি
প্রয়োজনবোধ, নেওয়ার হয়নি
কেন তুমি দোষ দিচ্ছ আমায়!
না নিলে কি হয়, কোনো অন্যায়!


পেলে নিতে হবে, নিয়ম আছে কি!
উপহার হলে, নেবই বই কি
সুযোগ পেলেই, নেব না কখনও
অধিকার ছাড়া, নেবই বা কেন!


যেটা প্রয়োজন, তাই আছে মনে
সেটাই তো নেই, আমার সামনে
আর যেটা আছে প্রয়োজনহীন
নিলে বাজবে না, এই মনে বীণ।


অবাধেও যদি আসে কিছু পাতে
নেব কি না নেব, আমারই তো হাতে
না নিয়ে তা দেব, যার প্রয়োজন
সেটাই শোভন, ভাবে এই মন।


আমার অভাব, সবই তো আমার
সরাতেও হবে অভাবের ভার
কীসের অভাব, সেটা আমি জানি
কি হবে এ নিয়ে, করে কানাকানি!


যেটাই লাগবে, খেয়াল সেদিকে
পাওয়ার চেষ্টা, করি থেকে থেকে
অবিধেয় পাওয়া, আমি চাই না তো
বিধেয় পেলেই, তৃপ্তি আসে তো।


যেন তেন ভাবে অভাব মিটুক
আর আমি পাই অমূলক সুখ
এমন বাঁচায় শান্তি যে নেই
শান্তি না হলে, যায় কি বাঁচাই!


আমি রাখলাম আমার ধারণা
এই ধারণায়, বাঁচার প্রেরণা
তোমরাও মানো, আমি বলছি না
তোমাদের স্বাধীনতা কাড়ছি না।