প্রয়োজন নিয়ে আজ আর নেই ভ্রান্তি
পূর্ণ না হলে কোনো প্রয়োজন
কোথায় এ মনে ক্রান্তি!
প্রয়োজন আজ উতলা করে না মন
না-পাওয়াকে আমি করেছি তুচ্ছ
গড়েও নিয়েছি তপোবন|
প্রয়োজনবোধ হারিয়ে গিয়েছি নাকি!
এমন হওয়া কি সম্ভব হয়!
হলে, প্রাণ দেবে ফাঁকি|
প্রয়োজন ছিল, আজও আছে প্রয়োজন
ধারা পাল্টিয়ে করছে বিরাজ
থাকবেও আজীবন|
প্রয়োজন হতে পারে না লোভের অংশ
যদি হয়, তবে ভাবতেই হবে
হব কি এ ভুলে ধ্বংস!
প্রয়োজন সার, কথাটা অটুট সত্য
মূল প্রয়োজন মেটায় প্রকৃতি
ত্রূটি না করেই নিত্য|
এ শরীর কার সম্পদ, ভেবে দ্যাখো না!
তার দয়াতেই বাঁচে এ শরীর
এ নয় কারোর ধারণা|
মূল প্রয়োজন নিয়েই কি আসে তৃপ্তি!
আসলে, হবে না এত ছোটাছুটি
লোভের হবে সমাপ্তি|
ভালো পোশাকের খুব প্রয়োজন, নয় কি!
ভালো হবে আর হবেও তা দামী
প্রয়োজন মিটে যাবে কি!
গাড়ী বাড়ী আর ঘোরাঘুরি প্রয়োজনে
আর প্রয়োজন অন্যকে দেখে
বিষন্নতার চরণে|
এ ছাড়াও আরো কত প্রয়োজন, কে জানে!
মেনেও নিয়েছি এত প্রয়োজন
আপশোস ভরা জীবনে|
মূল প্রয়োজন দেয় কি শুধুই প্রকৃতি!
মূল প্ৰয়োজন ভালোবাসতেও
ভুল কি এ বিবৃতি!
মানুষের সাধ, ভাববো কি প্ৰয়োজন!
ভাবলেই হয়, লাগাম কোথায়!
তাই চেষ্টার আয়োজন|