মরণের পরে, আবার জনম
আবার জীবন, আবার করম
তাই মানা হয়, আমার ধরমে
প্রমাণ আছে কি, রাখা কোনো খামে!


পড়েছি, জেনেছি, জীবনের শেষ
তার মানে হলো, শরীরের শেষ
শরীর ধ্বংস, আত্মার নয়
সে যেমন ছিল, তেমনিত রয়


ধ্বংস না হলে, খুঁজবেই দেহ
দেহে ঢুকে পড়ে, চাইবেই স্নেহ
পারবে আনতে, মনেতে কখনো
গত জীবনের, ঘটনা সমূহ!


কি ছিলাম আমি, এখনো জানিনা
জানিনা কে জানে, পুরনো ঠিকানা
দুই এক জনের, দাবী মেনে নিয়ে
পুনর জনম, ধরেছি জড়িয়ে।


তবুও মানতে চায় না যে মন
জানতে চায় সে আত্মার বন
কোথায় সে বন, কত গাছ আছে!
এমন প্রশ্ন, মাথাতেই নাচে।


আঁধারে প্রশ্ন থাকলেই ভালো
থাকছেও তাই, দেখছে না আলো
শুধু মন চায়, পরের জীবনে
আগের জীবন, যেন পড়ে মনে।