টাকা নেই তাই পকেট দুটোই শূন্য
জল আছে তাই সাগর শূন্য নয়
মনটা শূন্য হলেই পালায় ছুটে
কে জানে তখন কোথায় ঘুরে বেড়ায়!


শূন্য হওয়ার জন্য তো নয় জন্ম
পূর্ণতা চায় সব শরীরের অঙ্গ
সব অঙ্গের সাথে জুড়ে আছে মন
স্বতন্ত্র, তাই কখনও হয় বিহঙ্গ।


সৃষ্টিকে দেখি, আছে যে পূর্ণ দৃষ্টি
পূর্ণ স্বাদেই খেতে চাই সব খাদ্য
কত আয়োজন পূর্ণ করতে স্বাদ
অনেক লিখেও পূর্ণ হয় না ফর্দ।


গতি যদি হয় শূন্য, বাঁচাও শেষ
পূর্ণ গতির জ্ঞানটা অসম্পূর্ণ
গতি অপূর্ণ, তবুও জীবন চলছে
এটাই প্রমান, সব তো হয় না পূর্ণ।


রাত্রি পূর্ণ, পূর্ণ সময় দিনের
দুই মিলে গড়ে পূর্ণ একটা দিন
পূর্ণ দিনেই সব মানুষের বাস
তাও হয়ে যায় থেকে থেকে কিছু ঋণ।


অনেক কিছুই পূর্ণের রূপ পায়
'পূর্ণ' থাকেনা বেশী সময়ের জন্য
শূন্য হয়েও কত কিছু হয় সুন্দর
পূর্ণ করতে কেন যে আমরা বন্য!


প্রকৃত ভাবনা ভাবলে দেখবে, ভাই
শূন্য তো কিছু নেই পৃথিবীর বক্ষে
পৃথিবীতে নেই, ব্রহ্মান্ডে তো আছে
খুঁজতে চাইলে, যাওনা অন্তরীক্ষে।