//পূর্ণ স্বাধীন আছে নাকি কেউ!//


জন্মে স্বাধীন, তার আগে নয়
আমার মতে কি জন্ম হয়েছে!
জন্মেছি আমি অন্যের মতে
তারপর স্বাধীনতাও এসেছে।


অতি অদ্ভুদ নিয়মের খেলা
এই নিয়মেই ভেসে যায় ভেলা
স্বাধীনতা ধরে রাখতে পারি কী!
কখনো অধীন হয়ে কাটে বেলা।


আরম্ভটাই অপরের মতে
তাই কী পূর্ণ স্বাধীনতা নেই!
যে নিয়ম হয়ে গেছে বলবৎ
ছাড়ব কী করে নিয়মের পথ!


'স্বাধীনতা' এই শব্দটি ভুল
ঠিক ব্যাখ্যায় কোন উপকূল!
বহু উপকূল খুঁজে খুঁজে সারা
বিফল হয়েই হারিয়েছি কূল।


স্বাধীন না হলে হই কী অধীন!
স্বাধীন দেশের লোক কী স্বাধীন!
স্বাধীনতা সুখ কার যে ভাগ্যে!
ভাগ্যের খোঁজে আশা খুব ক্ষীণ।


কোথাও স্বাধীন, কোথাও তা নয়
দুটো ক্ষেত্রেই মেনে নিতে হয়
না মেনে নিলেই, নিজেরই ক্ষতি
ক্ষতি মেনে নেওয়া দুঃসহ হয়।


জীবন তো নয় সরল রেখায়
সেই কারণে কী অধীনতা সয়!
হয়ত বা তাই, কিংবা তা নয়
নিজেকে ধাপ্পা তাই দিতে হয়।


শুধু একটাই স্বান্তনা পাই
এই দেশ স্বাধীন, ক্রীতদাস নই
স্বাধীনতা নিয়ে কী আর করব!
গোলাপ না পেয়ে, খুশী নিয়ে জুঁই।


সুবীর সেনগুপ্ত